পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : ভিটেমাটি হারালেন বরগুনার পাথরঘাটা উপজেলাধিন বড় টেংরা গ্রামের আব্দুস সালাম। বুধবার গভীর রাতে হঠাৎ-ই তার বসতঘরের কাঁচা মাটির ভিটা ও আংশিক ঘর ভূগর্ভে বিলীন হয়ে যায়।

ওই এলাকার আব্দুর রহিম বলেন, আমার জীবনে এরকম আশ্চর্য বিষয় দেখিনি। হঠাৎ করে ঘরের ভিতরে মাটি উধাও। সোস্যাল মিডিয়ায় ঘটনাটি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ তাদের ব্যক্তিগত আইডি থেকে পাথরঘাটা উপজেলার জনপ্রতিনিধিদের এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

অপরদিকে ওই এলাকার নাসির উদ্দিন নামক জনৈক ব্যাক্তি বলছেন এটি আশ্চার্য্য হওয়ার কিছু না। বেশক'মাস আগে নিকটস্থ একটি পুকুরের মাটি কেটে নেয়ার ফলে এমন ঘটনার সৃষ্টি হয়েছে।

বিষয়টি প্রসঙ্গে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, আমি শুনেছি এবং উপজেলা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার কে সরেজমিনে পাঠিয়েছি। আমি বিকেলে গিয়ে দেখবো

(এটি/এসপি/আগস্ট ১৯, ২০২১)