তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের  আশুলিয়ার চারিগ্রামের ছোট গরু ‘রানী’ মারা গেছে। ‘রানী’র উচ্চতা ছিল মাত্র ২০ ইঞ্চি এবং ওজন ছিল ২৬ কেজি। দাবি করা হচ্ছিলো, গরুটি আকারে বিশ্বের সবচেয়ে ছোট। গিনেজ বুকে নাম লেখানোর প্রক্রিয়াও শুরু করেছিলেন খামারি।

গিনেজ বুক অফ ওয়ার্ল্ডের সর্বশেষ রেকর্ড অনুসারে, ২০১৫ সালে ভারতে কেরালা রাজ্যে পাওয়া ‘মানিক্যাম’ নামের গরুর উচ্চতা ছিল ২৪ ইঞ্চি ও ওজন ছিল ৪০ কেজি। সেটি পৃথিবীর সবচেয়ে ছোট গরু হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ডের স্বীকৃতি পেয়েছে। আর ‘রানী’র উচ্চতা ২০ ইঞ্চি ও ওজন মাত্র ২৬ কেজি।

উত্তরাধিকার ৭১ নিউজকে বৃহস্পতিবার সোয়া চারটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলার উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল মোতালিব।

তিনি বলেন, দুদিন আগে গরুটি অসুস্থ হয়ে পড়ে। আজ বেলা দেড়টার দিকে রানীকে প্রাণিসম্পদ অফিসে আনা হয়। এ সময় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিন্তু রানীকে আর বাঁচানো যায়নি। পরে রানিকে নিয়ে চলে যান শিকড় এগ্রো খামারের কর্মকর্তারা।

তিনি আরও বলেন, গরুটাকে ফিড খাওয়ানো হয়েছিল। এতে পেট ফুলে যায়। খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছে রানী।

(টিজি/এসপি/আগস্ট ১৯, ২০২১)