স্টাফ রিপোর্টার : বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হলে বিচার বিভাগের ক্ষমতা আওয়ামী লীগের নেতৃত্বাধীন অবৈধ সরকারের নিয়ন্ত্রণে চলে যাবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অবৈধ সরকার আজীবন ক্ষমতা ধরে রাখতে এবং ক্ষমতা হারানোর ভয়ে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেওয়ার উদ্যোগ নিয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা আরো বলেন, শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে বিচার বিভাগ পুরোপুরি মুক্ত থাকবে সংবিধানে এটি সুস্পষ্টভাবে উল্লেখ থাকলেও আদালতের উপর একচ্ছত্র আধিপত্য বজায় রাখতেই জাতীয় সংসদে বিচারপতিদের অভিশংসন আইন সংশোধন করা হচ্ছে। আর এই আইনের দ্বারা মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রধান নির্বাহী অর্থাৎ প্রধানমন্ত্রীকেই বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করার শতভাগ ক্ষমতা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, যোগ্যতা ও নিরপেক্ষদের নিরিখে নয় একদিকে প্রধানমন্ত্রীর পছন্দের বিচারপতিরা যেমন বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। অন্যদিকে যোগ্য ও নিরপেক্ষদের অপসারিত হতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ ৫জানুয়ারি প্রতারণার নির্বাচন করে ক্ষমতায় এসে একের পর এক গণবিরোধী আইন তৈরি করে জনগণের ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছেন। আর সম্প্রচার নীতিমালার মাধ্যমে বিরোধী মতকে কণ্ঠরোধের চেষ্টা চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের মহাসচিববৃন্দ উপস্থিত ছিলেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)