স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ হাওরে নৌকাবাইচ প্রতিযোগিতার জন্য রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ড (সিএসআর) থেকে অর্থ চাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সচিবালয়ে মঙ্গলবার সরকারের বহুমুখী কাজের জন্য একটি তহবিল গঠন সংক্রান্ত এক বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

উল্লেখ্য, জনতা ব্যাংকের সদ্য বিদায়ী চেয়ারম্যান ড. আবুল বারকাত সোমবার চেয়ারম্যান হিসেবে তার শেষ কর্মদিবসে রাজধানীর বাসাবো এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, ‘সুনামগঞ্জ হাওরে নৌকাবাইচ প্রতিযোগিতার জন্য জনতা ব্যাংকের সিএসআর ফান্ড থেকে অর্থ চেয়ে তার কাছে চিঠি দিয়েছিলেন অর্থমন্ত্রী। কিন্তু সেই অর্থ না পাওয়ায় জনতা ব্যাংকের সিএসআর ফান্ড থেকে অর্থ প্রদান বন্ধ করে দেওয়া হয়।’

এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বিভিন্ন সময়ে আমার কাছে এ ধরনের বহু আবেদন আসে, যেগুলোর বেশির ক্ষেত্রেই সুপারিশ করা হয়ে থাকে। এ ক্ষেত্রে আমি আবেদনের উপরেই সুপারিশ লিখে দেই। কিন্তু এ ধরনের কোনো সুপারিশ করেছি কি না, এখন আমার মনেও নেই। তবে আমি যে-ই সুপারিশ করি না কেন তার অফিস রেকর্ড থাকে, এ রকম রেকর্ড এখনো খুঁজে পাওয়া যায়নি। চিঠি লেখার কোনো প্রশ্নই ওঠে না।’

‘এখানে ব্যক্তিগত কোনো বিষয় আছে কি না’ জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘না, এখানে ব্যক্তিগত কোনো বিষয় নেই। আসলে জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে তার মেয়াদ শেষ হয়েছে। এটা আর রিনিউ করা হবে না। এ জন্য তার মনে দুঃখ থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগে অনেক বুদ্ধিজীবী (ইন্টেলেকচুয়াল জায়েন্ট) আছেন যাদের দেখাশোনা করতে হয়। কিন্তু কাউকে সারাজীবন দেখা সম্ভব নয়। পাঁচ বছর তাকে রাখা হয়েছে। এটাই যথেষ্ট।’

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)