রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার নাংলা ইউনিয়নের বন্দোরৌহা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বন্দোরৌহা গ্রামের এনামুল হক (৩৮) তার পিতা আ. মান্নানের কাছ থেকে জমি লিখে নেন। এ নিয়ে ছোট ভাই জাকারিয়ার (৩৬) মধ্যে বিরোধ চলছিল। দুপুরে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে বড় ভাই এনামুল ক্ষিপ্ত হয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই জাকারিয়া মারা যান।

খবর পেয়ে মেলান্দহ থানার ওসি মায়নুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়েছেন।

(আরআর/এসপি/আগস্ট ২০, ২০২১)