স্টাফ রিপোর্টার : বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে যাচ্ছে না। এ ক্ষমতা শুধুমাত্র রাষ্ট্রপতির হাতেই আছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।

আজ মঙ্গলবার সংসদ ভবনের মিডিয়া সেন্টারে স্থায়ী কিমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে যে অপপ্রাচার করা হচ্ছে তা মোটেও ঠিক না। বিচারপতিদের অভিশংসন ও অপসারণ ক্ষমতা দুটিই রাষ্ট্রপতির হাতে। এখানে সংসদের কিছুই করার নেই।

তিনি আরও বলেন, অপরসারণের ক্ষেত্রে সংসদ শুধুমাত্র প্রমাণিত, অসদাচারণ ও অসামঞ্জস্য ব্যক্তিদের নিয়ন্ত্রণ করবে। এটা করতেও একটি কমিটি করা হবে। কমিটির সদস্য কারা হবে সেটার জন্য একটি আইন করা হবে। এ জন্য কি আইন করা হবে সেটা নিয়ে এখন আলোচনা করা যেতে পারে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, যারা এ বিষয়ে অপপ্রচার করছে তারা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়েই করছে। কারণ সংসদের কাছে কোনো ক্ষমতাই যাচ্ছে না। সংসদ শুধু কমিটির অনুমোদন সুপারিশ করবে। আর বিচারপতিদের নিয়োগ ও অপসারণ শুধু রাষ্ট্রপতি করতে পারেন।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)