অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় দন্ডপ্রাপ্ত আসামীদের রায় কার্যকরের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) বিকালে শহরের হামদহ এলাকায় জেলা যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকী’র পক্ষ থেকে এ কর্মসুচীর আয়োজন করা হয়।

এ সময় বক্তব্যে রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাচ আলী, জেলা যুব লীগের সাবেক সহ-সভাপতি শরিফুল ইসলাম তোতা, সদর থানা যুবলীগের আহবায়ক শাহ মোঃ ইব্রাহিম খলিল রাজা, যুব ফেডারেশনের আহ্বায়ক এস এম রবিসহ অন্যান্যরা। কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে কয়েক’শ নেতাকর্মী অংশ নেয়। এসময় বক্তারা, গ্রেনেড হামলা মামলায় দন্ডপ্রাপ্ত পলাতক আসামীদের দেশে ফিরিয়ে এনে সকলের রায় কার্যকরের দাবি জানান। পরে তারেক রহমানের কুশ পুত্তলিকা দাহ করে নেতাকর্মীরা।

(একে/এএস/আগস্ট ২১, ২০২১)