হবিগঞ্জ প্রতিনিধি : ‘হৃদয়ে নেই কাঁটাতার, সেইখানে ডাক একাত্মতার’- এই শ্লোগান নিয়ে ৫ দিন ব্যাপী হবিগঞ্জে শুরু হচ্ছে খোয়াই-গঙ্গা নাট্যোৎসব। মঙ্গলবার প্রথম দিনে শিল্পকলা একাডেমীতে কলকাতার অনিক থিয়েটার ‘একুশের গল্প’ নাটক পরিবশন করে। উৎসব চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত।

খোয়াই-গঙ্গা নাট্যোৎসব পর্ষদ আয়োজিত এ উৎসবে বুধবার ড. মুকিদ চৌধুরীর রচনা ও নিদের্শনায় নাটক ‘অচিন দ্বীপের উপখ্যান’ পরিবেশন করবে প্রতীক থিয়েটার। ১১ সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ থিয়েটার পরিবেশন করবে ‘একটি আষাঢ়ে গল্প’। ১২ সেপ্টেম্বর সুন্দরম হবিগঞ্জের নাটক ‘চন্দ্রালিকা’ এবং ১৩ সেপ্টেম্বর জেলা শিল্পকলা একাডেমির পলল রেপার্টরি গ্রুপ পরিবেশন করবে ‘মতিলাল পাদ্র’।

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৪)