আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিট থেকে উধাও হয়ে গেছে একশ’ অক্সিজেন সিলিন্ডার ও ৩০টি সিলিন্ডার মিটার।

এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করার পরেও সিলিন্ডার উদ্ধার করা যায়নি। বিষয়টি এতোদিন গোপন থাকলেও শনিবার দিবাগত রাতে ফাঁস হয়ে যায়। হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মনিরুজ্জামানকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন সহকারী পরিচালক ডাঃ নাজমুল হোসেন, ডাঃ মাহমুদ হোসেন, স্টোর অফিসার অনামিকা ও সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার।

মেডিক্যালের স্টোর সূত্রে জানা গেছে, করোনা ইউনিটে ওয়ার্ড মাস্টারদের মাধ্যমে অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার সরবরাহ করা হয়। কোন ওয়ার্ডে কতোটি অক্সিজেন সিলিন্ডার ও সিলিন্ডার মিটার নেয়া হয়েছে তার তালিকা করা হয়েছে। ওই তালিকা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড তল্লাশী চালিয়ে একশ’টি সিলিন্ডার ও ৩০টি সিলিন্ডার মিটারের হদিস মেলেনি। বিষয়টি পরিচালককে অবহিত করা হলে তিনি গত সপ্তাহে তদন্ত কমিটি করেন।

তদন্ত কমিটির সদস্য সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার বলেন, স্টোর থেকে পরিচালককে অবহিত করা হয় সিলিন্ডার ও মিটার পাওয়া যাচ্ছেনা। বিষয়টি খতিয়ে দেখতে গত সপ্তাহে তদন্ত কমিটি গঠনের পর প্রতিটি ওয়ার্ডে অক্সিজেন সিলিন্ডার ও মিটারের সন্ধান চালানো হচ্ছে।

রবিবার সকালে হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, হাসপাতালে সরকারীভাবে সরবরাহ এবং বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদানের ৬২৮টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে।

(টিবি/এসপি/আগস্ট ২২, ২০২১)