মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর থেকে মঙ্গলবার দুপুরে প্রায় ৩৬ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। এসময় ভ্রাম্যমাণ আদালত ৩ জনকে সাজা ও উদ্ধার করা পলিথিন আগুনে পুড়িয়ে দিয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাজৈরের টেকেরহাট বন্দরের মহাজন পট্টিতে ভ্রাম্যমান আদালত এক অভিযান পরিচালনা করে। এসময় জাফরের বাসা, আনিসের নৌকা ও রামপ্রসাদের মুদি দোকান থেকে প্রায় ৩৬ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ৯২০ কেজি পলিথিন উদ্ধার করেছে। উদ্ধার করা পলিথিন টেকেরহাট শহীদ কবির মাঠে নিয়ে পুড়িয়ে ফেলা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত আটক আনিস, জাফর ও রামপ্রসাদকে ৩ মাস করে জেল দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান। এসময় মাদারীপুর র‌্যাব-৮ এর কোম্পানী কমান্ডার নুর আলম ও রাজৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

(এএসএ/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৪)