স্টাফ রিপোর্টার : উত্তরা মোটরস সাংবাদিকদের জন্য সহজ শর্তে মোটরসাইকেল দেবে।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) উত্তরা মোটরসের ব্র্যান্ড বাজাজের প্রমোশনাল অ্যাক্টিভিটিজ উপলক্ষে অ্যাডবেস্ট ইন্টারন্যাশনাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন।

সম্মেলনে আরও জানানো হয়, ২০১৫ সালের ডিসেম্বরে মোটরসাইকেল উৎপাদনে যাচ্ছে উত্তরা মোটরস। প্রতিষ্ঠানটি এজন্য রাজধানীর অদূরে সাভারে প্রায় ১০ একর জমির ওপর কারখানা স্থাপন করছে। সেখানে কারখানা নির্মাণের কাজ চলছে। প্রাথমিকভাবে এ প্রকল্পে বিনিয়োগ করা হবে ১৫০ কোটি টাকা।

দেশীয়ভাবে উৎপাদনের কারণে সাশ্রয়ীমূল্যে মোটরসাইকেল পাওয়া যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সম্মেলনে উপস্থিত ছিলেন-ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মেহদাদুর রহমান ডুরান্ড, ডিরেক্টও মার্কেটিং মীর মোহাম্মদ হোসেন, ইভেন্ট পরিচালক এহসানুর রহমান প্রমুখ।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৯, ২০১৪)