কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে একেরপর এক ডলফিন, তিমি, কচ্ছপসহ বিলুপ্ত প্রজাতির জলজ প্রানীর মৃতদেহ ভেসে আসছে। এসকল প্রানীর মৃত্যুর কারণ অনুসন্ধান ও রক্ষায় করনীয় শীর্ষক মতবিনিময় সভা রবিবার বিকাল ৫টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

“সামুদ্রিক জীববৈচিত্র রক্ষার্থে ও প্লাষ্টিক দূষণ রোধে করনীয়” শীর্ষক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক। ইকোফিস-২ প্রকল্পের আওতায় জলের নিচে জীবন বাস্তবায়নের লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

ওয়ার্ল্ড ফিশ,ইকোফিশ-২ অ্যাক্টিভিটি’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া সহকারি কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল, পটুয়াখালী জেলা সহকারি বন সংরক্ষক মো.তারিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক আনঞ্জুমান ন্নেছা, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ূন কবির, বাপা কলাপাড়া শাখার সদস্য সচিব মেজবাহউদ্দিন মাননু, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সংবাদকর্মী মিলন কর্মকার রাজু, কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার, সদস্য কে এম বাচ্চু প্রমুখ।

এই বর্ষা মৌসুমে কুয়াকাটায় নয়টি মৃত ডলফিন ভেসে এসেছে। এছাড়া বিভিন্ন সময়ে রাজ কাঁকড়া, কচ্ছপ, তিমিসহ একাধিক প্রানীর মৃতদেহ ভেসে এসেছে। মূলত সাগরে ট্রলিসহ অবৈধ জালের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাওয়ায় এ ডলফিন মারা যাচ্ছে বলে পরিবেশ কর্মী ও মৎস্য গবেষকরা ধারণা করছেন। তাই সামুদ্রিক জীববৈচিত্র রক্ষায় অবৈধ জালের ব্যবহার বন্ধে জেলেদের সচেতনতার পাশাপাশি এর উৎপাদন বন্ধ করার দাবি জানানো হয়। একই সাথে সমুদ্রে জেগে ওঠা চর বিজয়কে ছোট মাছের অভয়ারণ্য ঘোষণা ও ডলফিন মৃত্যুর সঠিক কারন অনুসন্ধানের দাবি জানানো হয়।

(এমকে/এসপি/আগস্ট ২৩, ২০২১)