রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশিগঞ্জে শোবার ঘর থেকে জুয়েল মিয়া (২৩) নামে এক যুবকের ফাঁসিতে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক পৌর এলাকার গরুহাটি গ্রামের মিস্টার আলীর ছেলে।

সোমবার (২৩ আগস্ট) ভোরে লাশটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, জুয়েল বকশিগঞ্জ বাজারের একটি কাপড়ের দোকানে কাজ করার পাশাপাশি দাদন ব্যবসাও করতেন।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, জুয়েলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, জুয়েল আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার কারণ এখনও জানা যায়নি। জুয়েল মাঝেমধ্যে নেশা করতো। মানসিক অবসাদ থেকেও আত্মহত্যা করতে পারে। তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

(আরআর/এসপি/আগস্ট ২৩, ২০২১)