শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে ৪ শিশু এবং মাছ ধরার সময় ৩ জন সহ ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো দুই শিশুসহ ৩ জন।

বজ্রপাতে জেলায় একই দিনে পৃথক ৭ জনের মৃত্যুও ঘটনায় দু’টি উপজেলায় নিহতদের পরিবাওে শোকের মাতম বইছে। নেমে এসেছে শোকের ছায়া। ৪ শিশু নিহতের ঘটনাটি ঘটেছে আজ সোমবার (২৩ আগস্ট) আনুমানিক বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর ৮ নম্বর ব্লকের মাঠে

নিহতরা হলো-আপন (১২), মিম (১২), হাসান (১৩) ও সাজ্জাদ(১৪)। তাদের সবার বাড়ি উপশহরের ৮ নম্বর ব্লকের রেলঘুন্টি এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হতাহতদের কেউ মাঠে ফুটবল খেলছিল, কেউ বৃষ্টিতে ভিজছিল। আবার কেউ খেলা দেখছিল।

অপর ঘটনাটি ঘটেছে, আজ বিকেল ৪ টায় চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুবদেবপুর পীরপাড়া গ্রামে। এসময় পুকুরে মাছ ধরছিলো তারা। ঘটনাস্থলেই বজ্রপাতে ৪ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, ওই গ্রামের মকসেদ আলী’র ছেলে নুর ইসলাম (২৫), আলতাব হোসেনে ছেলে আব্বাস আলী (২৬) ও সায়মুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক ( ২৬)।
এছাড়াও আহত হয়েছে মামুনুর রহমান (২৪) নামে এক যুবক।

বজ্রপাতে ৩ জনের মৃত্যুও বিষয়টি নিশ্চিত করেছেন, চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার।
অন্যদিকে বজ্রপাতে চার শিশু’র মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছে, দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফ্ফর হোসেন। ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ৪ শিশু’র প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহত দুই শিশুর প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করেছেন, দিনাজপুর সদও উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল মুঈদ।
আহত দুই শিশু দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বজ্রপাতে জেলায় একই দিনে পৃথক ৭ জনের মৃত্যুও ঘটনায় দু’টি উপজেলায় নিহতদের পরিবারে শোকের মাতম বইছে। নেমে এসেছে শোকের ছায়া।

(এস/এসপি/আগস্ট ২৩, ২০২১)