নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই প্রতিযোগিতা। সোমবার দিনব্যাপী এ প্রতিযোগিতায় নড়াইল, যশোর ও খুলনা জেলার ৮০টি ষাড় অংশগ্রহণ করে। বর্ষায় কাজ কম থাকায় ষাড়ের উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে উঠেছেন কৃষকেরা।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন কালিয়া উপজেলার কদমতলা গ্রামের টিপু মিয়ার ষাঁড়, দ্বিতীয় হয়েছে খড়রিয়া গ্রামের শ্যানাল মেম্বরের ষাঁড় এবং তৃতীয় হয়েছে একই গ্রামের জিকুর মোল্যার ষাঁড়। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা ১৫ হাজারের অধিক দর্শক উপভোগ করেন।

আয়োজক কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন জানান, ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা ৫০ বছর ধরে চলে আসছে। পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, বিনোদন ও বিলুপ্ত প্রায় এসব গ্রামীণ খেলাধুলা টিকিয়ে রাখতেই এ ধরনের আয়োজন।

(টিএআর/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৪)