গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে র‌্যাব-১৩ সদস্যরা অভিযান চালিয়ে ১৭.৭ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় মাদক বহনে ব্যবহৃত দু'টি সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার গোবিন্দগঞ্জে থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে। 

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত সোমবার র‌্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধার একটি বিশেষ অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া- রংপুর মহা সড়কের গোবিন্দগঞ্জ বাসস্টান্ড বনফুল হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে থেকে ১৭.৭কেজি গাঁজা ও মাদক বহনকৃত ২টি সিএনজিসহ ৭ মাদক ্যসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো লালমনিরহাট জেলার মামুন মিয়া(২২)মমিদুল হক(২৩)রাজিনুর রহমান(২৩) সিএনজি চালক বিশাদ রায় (২৫)সঞ্জিব রায়(২১) সিএনজি চালক নুরুজ্জামান (৪০) এবং গাইবান্ধা জেলার পাভেল সরকার (২৬)।

প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীগণ বেশ কিছুদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের এবং আসামীদের গোবিন্দগঞ্জে থানায় হস্তাান্তর করেছে।

(এসআরডি/এসপি/আগস্ট ২৪, ২০২১)