স্টাফ রিপোর্টার, ঢাকা : প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম ৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ।

ফিরোজা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডায়ালিসিসের পর জ্ঞান না ফেরায় ফিরোজা বেগমকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল। কিন্তু তার স্নায়ু কাজ না করায় পরে তা খুলে নিয়ে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। হাসপাতালে কর্তব্যরত কর্মকর্তা চিন্ময় ভট্টাচার্য এ বিষয়ে নিশ্চিত করেন।

তার শয্যাপাশে দুই ছেলে হামিন আহমেদ ও শাফিন আহমেদসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

হাসপাতালে ফিরোজা বেগমের পরিবারের সদস্যরা শোকে ভেঙে পড়েছেন। হাসপাতালেও যেন নেমে এসেছে শোকের ছায়া।

একইসঙ্গে ফিরোজা বেগমের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে গোটা সাংস্কৃতিক অঙ্গনেও। তার মৃত্যুর কিছুক্ষণের মধ্যে হাসপাতালে উপস্থিত হন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর প্রমুখ।

ফিরোজা বেগমের ভাগিনা তৌফিক জানান, ‍হাসপাতাল থেকে প্রথমে তার মরদেহ নগরীর ইন্দিরা রোডের বাস ভবনে নেয়া হবে।

বুধবার সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মৃতদেহ দুপুর দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত রাখা হবে শহীদ মিনারে। এরপর বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

(ওএস/অ/সেপ্টেম্বর ০৯, ২০১৪)