জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে হামিদ মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুর ১২ টার দিকে পৌর শহরের চরকাউরিয়া সীমারপাড় তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হামিদ একই এলাকার হারুনুর রশিদের ছেলে।

শিশুটির স্বজনরা জানায়, দুপুরে বৃষ্টির সময় খেলাধূলা শেষে বাড়ির সামনে একটি পুকুরে গোসল করতে যায় হামিদ। দীর্ঘক্ষণ পরেও সে বাড়িতে না আসায় তার মা তাকে খুঁজতে বের হন। পুকুরে উঁকি দিলে হামিদের মরদেহ ভাসতে দেখা যায়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

(আরআর/এসপি/আগস্ট ২৭, ২০২১)