টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার ১ নং ওয়ার্ডের মুন্সি পাড়া গ্রামের প্রতিপক্ষের হামলায় ছুরিকাঘাতে গুরুত্বর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মিনহাজ উদ্দিন বাবু। মিনহাজ মুন্সি পাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি গত পৌর নির্বাচনে ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ছিলেন।

মিনহাজ ও তার স্বজনরা জানায়, গত নির্বাচনে প্রার্থী হওয়ায় স্থানীয় নিমাই সরদারের ছেলে আব্দুল খালেক চার লাখ টাকা চাঁদা দাবি করে। ওই সময় তাকে নির্বাচনে বিজয়ের আশায় তাকে দুই লাখ টাকা দেয়। কিন্তু তিনি নির্বাচনে পরাজিত হলে ওই টাকা ফেরত চাওয়ায় বাবুকে বিভিন্নভাবে হুমকি দেয়। এ ব্যাপারে বাবু কালিহাতী থানায় খালেকসহ কয়েকেজনের নামে একটি সাধারণ ডায়েরি করে।

এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (২৬ আগস্ট) দুপুরে স্থানীয় কানাই দাস কে দিয়ে মোবাইল ফোনে কালিহাতী উপজেলার ঘুনি এলাকার গ্রামীন ফোন টাওয়ার এর চারতলা ভবনে ডেকে নিয়ে শেখ ফরিদ ছুরি দিয়ে এলোপাথারি কুপিয়ে মারাত্মক জখম করে। এতে গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে কালিহাতীতে এবং পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুত্বর আহত অবস্থায় বাবু বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ঘটনার বিষয়ে আমি অবগত আছি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।

(আরকেপি/এসপি/আগস্ট ২৭, ২০২১)