কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা মৎস্য কমর্কর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

২৮ আগষ্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত সাত দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিবাদ্য বিষয় " বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি"।

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। বক্তব্য রাখেন মেরিন ফিসারিজ অফিসার মো. আশিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাংবাদিক অমল মুখার্জী প্রমুখ।

সাতদিনব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে কলাপাড়ায় পুকুরে মাছ অবমুক্তকরন, সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, মৎস্য চাষীদের প্রশিক্ষন, মাছ চাষীদের মাটি ও পানি পরীক্ষা করা হবে বলে জানান।

(এমকেআর/এএস/আগস্ট ২৮, ২০২১)