সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও দীর্ঘ ১ বছর যাবত কিশোরগঞ্জের বাজিতপুরে পল্লী সঞ্চয় ব্যাংকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি অফিসে না লাগানোর অভিযোগ উঠেছে পল্লী সঞ্চয় ব্যাংক বাজিতপুর শাখা সমন্বয়কারী ও শাখা ব্যবস্থাপক কানিজ ফাতেমা জুই এর বিরুদ্ধে।
২৮ আগস্ট বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কুলিয়ারচর উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আল-সাকী জাবেদ তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে একটি লিখা পোস্ট করে এ অভিযোগ করেন।

তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের মাধ্যমে রাষ্ট্র ও সরকারের আইন বাস্তবায়ন করার বিনীত অনুরোধ করেন।

তিনি আরো বলেন, কে এই জুই? তার পিছনের সকল কর্মকা- খতিয়ে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এ ব্যাপারে পল্লী সঞ্চয় ব্যাংক বাজিতপুর শাখা সমন্বয়কারী ও শাখা ব্যবস্থাপক কানিজ ফাতেমা জুই এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

(এস/এসপি/আগস্ট ২৮, ২০২১)