নিউজ ডেস্ক : কিংবদন্তী নজরুলসঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তারা।

এছাড়া শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়াও।

মঙ্গলবার রাত সোয়া ৮টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপমহাদেশের প্রখ্যাত এই নজরুলসঙ্গীত শিল্পী। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ তাকে হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানিয়েছিলেন, তার হৃদযন্ত্র ও কিডনি স্বাভাবিকভাবে কাজ করছিল না। সেই সঙ্গে তার শরীরে জন্ডিসও ধরা পড়েছিল।

এরআগে অসুস্থতার কারণে গত সপ্তাহেও ফিরোজা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেবার চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়ার পর তাকে বাসায় নিয়ে যাওয়া হয়।

বুধবার সকাল ৯টায় ফিরোজা বেগমের মরদেহ ইন্দিরা রোডের বাসায় নেয়া হবে। এরপর দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করবের সর্বস্তরের মানুষ। বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে তার নামাজে জানাজা। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

(ওএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)