শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সামছুল  হুদা (৫০) এর উপর হামলার ঘটনা ঘটেছে। এতে বাধা দিলে আসলে  সামছুল  হুদা স্ত্রী ও  আহত হয়। শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময়  লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানাধীন হাজির পাড়া ইউনিয়নে সংসদ্দিন ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানাধীন হাজির পাড়া ইউনিয়নে সংসদ্দিন ভুঁইয়া বাড়ির মৃত মোন্তাজ আলীর ছেলে নরুল হুদা মৃত আজিজুল হকের ছেলে সামছুল হুদার সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে গত ২৭ আগস্ট শুক্রবার বিকালে ঐ জমিতে সামছুল ই্সলাম গাছের ডালপালা পরিস্কার কতে গেলে নুরল হুদা লোকজন এনে তাতে বাধা দিলে এতে ক্ষিপ্ত হয়ে নুরুল হুদা ও তার দলবল নিয়ে সামছুল ইসলাম এর উপর হামলা চালায়। এসময় শামছুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম স্বামীকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। নুরুল হুদা ও তার লোকজন শামছুল ইসলাম ও তার স্ত্রী মনোয়ারা বেগমকে এলোপাতাড়ি কিল ঘুসি দিতে থাকে। এতে শাছুল ইসলাম ও তার স্ত্রী মারাত্মক ভাবে জখম হয়। অবস্থা বেগতিক দেখে পরে তাহাদের দুইজনকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

সামছুল ইসলামের স্ত্রী বলেন, এরআগেও তারা কয়েকবার আমাদের উপর হামলা চালিয়েছে। তারা জোর করে আমাদের জমি দখল করতে চায়। আমরা প্রশাসনের কাছে এর বিচার চাই।

স্থানীয়রা বলেন, সামান্য কিছু জমি নিয়ে তাদের মাঝে ঝগড়া বিবাদ চলছে এমনকি মারামারির ঘটনাও হয়েছে। এ বিষয়ে উভয়পক্ষ সমাধান চাইলে সামাজিকভাবে মিমাংসা করা যাবে। এই বিষয়ে জানতে চাইলে ভিডিও গান চন্দ্র গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফজলুর রহমান জানান এখন পর্যন্ত এই ব্যাপারে কোন অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যবস্থা গ্রহন করা হবে।

(এসএস/এএস/আগস্ট ২৮, ২০২১)