রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম সদর থানা পুলিশ নেশা জাতীয় ৪০০ ইনজেকশন জাতীয় ওষুধ সহ এক যুবক ও তার সহযোগী আরেক যুবককে আটক করে সোমবার (৩০ আগস্ট) কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানা পুলিশ রোববার(২৯ আগষ্ট) বিকেল ৪ টার দিকে এক অভিযান পরিচালনা করে কুড়িগ্রাম পৌর এলাকার বৈশ্য পাড়ায় নেশা জাতীয় ৪০০ ইনজেকশন জাতীয় ওষুধ বিক্রি করার সময় লোকনাথ চন্দ্র রায়(২৮)কে হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যুবক কুড়িগ্রাম পৌর এলাকার পুরাতন রেলকুন্ডি এলাকার বৈশ্যপাড়ার স্বাধীন চন্দ্র রায়ের পুত্র। তিনি কুড়িগ্রাম সদরের একটি ক্লিনিকে ডাক্তারের সহযোগী হিসেবে কাজ করেন বলে জানা গেছে। পরে সন্ধ্যার দিকে তার সহযোগী রুবেল নামের অপর এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত ওষুধের মধ্যে পেনটাজো, জি-পেথিডিন, এসিয়াম, এমারিন সহ প্রায় ৪০০ টি ইনজেকশন জাতীয় ওষুধ ছিল। এ ওষুধ গুলো রোগ নিরাময়ের পাশাপাশি নেশার জন্য অবৈধভাবে বিক্রি করা হতো বলে জানায় পুলিশ। অভিযানে ওষুধগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান. মো শাহরিয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দুই যুবকে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

(পিএস/এসপি/আগস্ট ৩০, ২০২১)