পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে বরগুনার পাথরঘাটায়। উপজেলার প্রতিটি মন্দিরের সমন্নয়ে ও সকলের উপস্থিততে সকাল ১০ টায় পাথরঘাটা সার্বজনীন কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির কালীবাড়ীতে মোমবাতী প্রজ্জলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভউদ্বোধন ঘোষনা করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন কমিটি পাথরঘাটা শাখার সভাপতি অরুন কর্মকারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল মেজিষ্ট্রেট শ্রী সুব্রত মল্লিক, পূজা উদযাপন কমিটি পাথরঘাটা শাখার সাধারন সম্পাদক রাজিব মৃধা বিটুল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি শিল্পী কর্মকার পলি ও সাধারণ সম্পাদক সঞ্জয় বাড়িক, নির্বাহী সভাপতি সমর চন্দ্র হালদার। মহজোটেরছাত্র, যুব ও পৌর কমিটির সকল নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুষ্টের দমন আর ধার্মীকদের রক্ষার্থে যুগে যুগে আবির্ভূত হয়েছিলেন যুগাবতরগন। তারই ধারাবাহিকতায় কংশের অত্যাচারে অতিষ্ট সাধুসজ্জনদের রক্ষার্থে দাপরযুগে কংশ রাজার কারাগারে ভাদ্রমাসের অষ্টমী তিথিতে পৃথিবীর জীবকূল রক্ষার্থে কংশের বোন দেবকীর কোলজুড়ে পৃথিবী আলোকরে এসে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। দৈবচক্রে লালিত পালিত হয়েছিলেন গোকূলে নন্দরাজার গৃহে যশোদার মাতৃস্নেহে।

জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি গৌতম কির্ত্তনীয়া ও সম্পাদক কৃষ্ণ সাহা, কোষাধক্ষ্য মাখন চন্দ্র বালা, জয় বিশ্বাস অনুষ্ঠানের সকল আয়োজন সফলভাবে সম্পন্ন করেন।
আলোচনা অনুষ্ঠান, ভক্তিমূলক সংগীত অনুষ্ঠান, হরিনাম সংকীর্ত্তন ও প্রসাদ বিতরনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

(এটি/এসপি/আগস্ট ৩০, ২০২১)