স্টাফ রিপোর্টার, ঢাকা : একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আলোচিত জজ মিয়ার মা জোবেদা খাতুনকে বুধবার আসামিপক্ষের আইনজীবীরা জেরা করবেন।

গত ৮ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের অস্থায়ী বিশেষ আদালতে তিনি জবানবন্দি দিয়েছিলেন। কিন্তু ওই আদালতের সময় শেষ হয়ে যাওয়ায় তার জেরা হয়নি।

রাষ্ট্রপক্ষের অন্যতম পাবলিক প্রসিকিউটর আকরাম উদ্দিন শ্যামল জানান, বেলা পৌনে ১১টায় আদালতের কার্যক্রম শুরু হবে। এরপর জজ মিয়ার মা জোবেদা খাতুনকে জেরা করবেন আসামিপক্ষের আইনজীবীরা।

বুধবার সাক্ষ্য দিতে জজ মিয়া ও তার বোন খোরশেদা আক্তারও আদালতে উপস্থিত থাকবেন। জোবেদা খাতুনের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর সময় থাকলে তাদের সাক্ষ্যগ্রহণ করা হবে বলেও তিনি জানিয়েছেন।

ট্রাইব্যুনালের বিচারক মো. শাহেদ নুর উদ্দিন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করবেন।

(ওএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)