রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় কোভিট-১৯ এর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং নো মাস্ক, নো সার্ভিস, মাস্ক পরুন, সেবা নিন ইত্যাদি ক্যাম্পেইনসমূহ এবং ডিজিটাল বাংলাদেশ সর্ম্পকিত অর্জনসমূহের বহুল প্রচার বিষায়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় সাতক্ষীরা জেলা সার্কিট হাউজের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসপায়ার টু ইনোভেট এর সহযোগিতায় ও জেলা প্রশাসন এর আয়োজনে কোভিট-১৯ এর বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি এবং নো মাস্ক, নো সার্ভিস কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমানের সঞ্চালনা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ আমান উল্লা হাদি, জেলা কৃষি অফিসার নুরুল ইসলাম, সদর উপজেলা চেয়াম্যান আসাদুজ্জামান বাবু, সহ জেলার সকল সরকারি বেসরকারি অফিসারগণ ।

(আরকে/এসপি/আগস্ট ৩১, ২০২১)