বাগেরহাট প্রতিনিধি : বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা বিল সংসদে উত্থাপনের প্রতিবাদে বাগেরহাট ২০ দলীয় জোট পুলিশ ব্যারিকেট ভেঙ্গে সকালে শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে। বুধবার সকালে শহরের মুনিগঞ্জ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে পুরাতন বাজার এলাকায় এলে পুলিশ ব্যারিকেট দেয়। মিছিলটি পুলিশের ব্যারিকেট ভেঙ্গে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাজার মোড় এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ করে।

পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, শমসের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদল সভাপতি মেহেবুবুল হক কিশোর, সাধারন সম্পাদক আইউব আলী মোল্লা বাবু, ছাত্রদল সভাপতি সুজা উদ্দিন মোল্লা সুজন, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত আলীসহ দলীয় নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, সংসদে উত্থাপিত আইন পাশ হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না। এটি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিনত হবে। তাই আন্দোলনের মাধ্যমে সরকারকে এই আইন পাশ করা থেকে বিরত থাকতে হবে।

(একে/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)