শাহ্ আলম শাহী, দিনাজপুর : না ফেরার দেশে চলে গেলেন দিনাজপুরের অতিপরিচিত মুখ বীরমুক্তিযোদ্ধা, কবি, সংগঠক, রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা মকবুল হোসেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলে নেমে এসেছে শোকের ছায়া।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সকাল ৬ টায় মকবুল হোসেন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মকবুল হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

অসহযোগ আনদোলনের বলিষ্ঠ কর্মী, দিনাজপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় পার্টির সাবেক জেলা সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের নামাজে জানাজা মঙ্গলবার দুপুরে শহরের সারদেশ্বরী স্কুলে সম্পন্ন শেষে সোনাপীর গোরস্থানে দাফন করা হয়েছে।

এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেয়া হয়। এক ছেলে ও এক মেয়ের জনক মকবুল হোসেন শহরের সর্দারপাড়া এলাকায় বসবাস করতেন।

বই পাগল মকবুল হোসেন নিজ উদ্যোগে নিজ বাড়িতেই " সেঁজুতি" নামে একটি পাঠাগার গড়ে তুলেন। যেখানে রয়েছে, অসংখ্য দুস্পাপ্য বই।

মকবুল হোসেনের মৃত্যুতে দিনাজপুর লেখক পরিষদের সভাপতি ও বৃহত্তর দিনাজপুরের মহিলা সংসদ সদস্য এডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই এবং সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ আলম শাহী গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় দিনাজপুর লেখক পরিষদের সাধারণ সম্পাদক শাহ্ আলম শাহী জানান, মকবুল হোসেন ছিলেন বিরল প্রতিভাবান ব্যক্তি। তাঁর কাছে এপ্রজন্মের সন্তানদের অনেক শেখার আছে।

(এস/এসপি/আগস্ট ৩১, ২০২১)