সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরের চাঞ্চল্যকর মৎস্য ব্যবসায়ী আব্দুল কুদ্দুস হত্যা মামলা রায়ে প্রধান আসামী মনসুর হোসেনকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছে জেলা অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক ফজলে খোদা মোঃ নাজির। বুধবার সকালে জনাকীর্ন আদালতে তিনি এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের মৃতঃ নবি চাঁদ ব্যাপারীর পুত্র মৎস্য ব্যবসায়ী আব্দুল কুদ্দুসের সাথে উল্লাপাড়া উপজেলার রাঘববাড়িয়া গ্রামের কালাচাঁদের পুত্র মোঃ মনসুরের ব্যবসা নিয়ে বিরোধ ছিলো। এর জের ধরে ২০০৯ সালের ৪ নভেম্বর সন্ধ্যায় মনসুর মোবাইল ফোনের মাধ্যমে কুদ্দুসকে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে উল্লাপাড়া উপজেলার ছোট লক্ষ্মীপুর গ্রামের মাঠের মধ্যে কুদ্দুসের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী বুলবুলি খাতুন বাদী হয়ে ৭ নভেম্বর উল্লাপাড়া থানায় মনসুর ও শহিদুল ইসলামকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। শহিদুলের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত না হওয়ায় তাকে বেকুসুর খালাস দেয় আদালত।

(এসএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)