ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীতে প্রাইমারি কালচার ডেভেলপমেন্ট সেন্টার (পিসিডিসি) আয়োজিত চলনবিলে নৌকা ডুবিতে ঈশ্বরদীর পাঁচ জন নিহতের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে ঈশ্বরদীর সাঁড়া ঝাউদিয়া মোড় থেকে পদ্মা নদীর ব্লক পর্যন্ত রাস্তার উভয় পাশে তাল বীজ রোপণ এবং পদ্মা নদীর বেড়ি বাঁধে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাঁড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার।

জানা গেছে, ঈশ্বরদীর সাঁড়া ঝাউদিয়া মোড় হতে পদ্মা নদীর ব্লক পর্যন্ত রাস্তার উভয় পাশে ৩ হাজার তাল বীজ রোপণ এবং পদ্মা নদীর বেড়ি বাঁধে ১ শত ৫০ টি বহেরা, নিম ও কৃষ্ণচূড়ার চারা রোপণ করবেন তারা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী সেচ্ছাসেবক লীগ ঈশ্বরদী উপজেলা শাখার আহবায়ক মাসুদ রানা ও প্রাইমারি কালচার ডেভেলপমেন্ট সেন্টারের পরিচালক মোঃ মোশারফ হোসেন মুসা।

এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান এমদাদ হোসেন জি এম, ইউপি সচিব শহিদুল ইসলাম আওয়ামী লীগ নেতা ডিলু, সাঁড়া ইউপি সদস্য মোঃ রফিক, সংরক্ষিত মহিলা মেম্বার সিমা খাতুন, রিনা বেগম ও নাজমা খাতুন, যুবলীগ নেতা এজাজ, জুয়েল।

উল্লেখ্য, ২০১৮ সালে ৩১ আগষ্ট চলনবিলে নৌকা ডুবিতে ঈশারদীর স্বপন বিশ্বাস, তার কণ্যা সাওদা মনি, শাহানাজ পারভীন পারুল, মমতাজ পারভীন শিউলী, বিল্লাল হোসেন গণি নিহত হন।

(এসপি/এসপি/সেপ্টেম্বর ০১, ২০২১)