স্টাফ রিপোর্টার, ঢাকা : সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের মরদেহ শহীদ মিনারে নেওয়া হচ্ছে।

আজ বুধবার দুপুর ১২টা ৪৬ মিনিটে শহীদ মিনারের উদ্দেশে শিল্পীর মরদেহ ইন্দিরা রোডের বাসভবন থেকে বের করা হয়েছে।

এদিকে কিংবদন্তি এ শিল্পীকে শ্রদ্ধা জানাতে প্রস্তুত শহীদ মিনারও। অনেকেই অপেক্ষমান ফুলের তোড়া হাতে। আছেন গণমাধ্যম কর্মীরাও। সবার মধ্যেই শোকের ছায়া।

শিল্পী, কলাকুশলিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ শহীদ মিনারে দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেষ শ্রদ্ধা জানাবেন তাকে।

এর আগে সকালে শিল্পীর মেঝ ছেলে হামিন আহমেদ জানান, দুপুর ২টা থেকে বিকেল চারটা পর্যন্ত তার মরদেহ শহীদ মিনারে রাখা হবে। বাদ আসর রাজধানীর গুলশানে আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে তাকে।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৮টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ফিরোজা বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেন অ্যাপোলো হাসপাতালের ডিউটি ম্যানেজার চিন্ময় ভট্টাচার্য।

ফিরোজা বেগমের মরদেহ ইন্দিরা রোডের বাসায়

(ওএস/অ/সেপ্টেম্বর ১০, ২০১৪)