কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : এলাকাবাসীর মধ্যে যেন ঈদের আনন্দ বিরাজ করছে। চিরস্থায়ী ঘর বানানোর কাজে লিপ্ত এলাকাবাসী। দীর্ঘ প্রতীক্ষা ও প্রচেষ্টার পর অবশেষে সামাজিকভাবে, বাশাকৈর সামাজিক কবরস্থান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এলাকার সকল মানুষের প্রচেষ্টায় আনুমানিক ৫ বিঘা জমির উপর সামাজিক কবরস্থান নির্মাণের সিদ্ধান্ত গৃহীত হয়।

বাংলাদেশ আওয়ামীলীগ ফুলবাড়ীয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার (সাবেক প্রধান শিক্ষক) এর উদ্যোগে উক্ত কবরস্থান এর কাজ শুরু করা হয়। কবরস্থানে স্বতঃস্ফূর্তভাবে এলাকার মুরুব্বি যুবক-যুবতী মেহনতী খেটে খাওয়া মানুষ ১ শতাংশ, ২ শতাংশ অথবা তাদের সামর্থ্য অনুযায়ী জমি দিয়ে কবরস্থানে অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড মেম্বার লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা: শামসুল আলম, সমাজ সেবক, কদ্দুস সরকার, প্রধান শিক্ষক তালেব হোসেন মন্ডল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাইদুল ইসলাম, রাশেদুল ইসলাম, জসীম সরকার, এম এম পি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠান শুরু এবং শেষ করা হয়।

(আইএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০২১)