স্টাফ রিপোর্টার : টেকসই শিল্পায়নের লক্ষ্য অর্জনে সরকার দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষায় সম্ভব সব ধরণের নীতি সহায়তা দেবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বুধবার সকালে ফরেন ইনভেস্টরস্ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন নির্বাহী কমিটির সদস্যরা শিল্পমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে এলে মন্ত্রী তাদেরকে এসব কথা বলেন।

তিনি বলেন, আসন্ন বাজেটে দেশীয় শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শুল্ক সহায়তা দেওয়ার বিষয়ে ইতিমধ্যে শিল্পমন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে সুপারিশ করেছে। আশা করছি বাজেটে এর প্রতিফলন ঘটবে।

সাক্ষাৎকালে এফআইসিসিআই নেতারা শিল্পখাতের উন্নয়নে বর্তমান সরকার গৃহীত উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, সরকারের বিনিয়োগবান্ধব নীতির ফলে দেশের শিল্পখাতে ইতিমধ্যে বিদেশি বিনিয়োগ প্রবাহ বেড়েছে। তারা টেকসই দেশীয় শিল্প খাত গড়ে তোলার জন্য শুল্ক ও কর সহায়তা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তারা বিশেষ করে, আমদানি বিকল্প দেশীয় শিল্পের কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানান।

এফআইসিসিআই নেতারা বলেন, এনবিআর ঘন ঘন প্রত্যক্ষ ও পরোক্ষ করের পরিমাণ বাড়াচ্ছে। এতে করে বেড়ে যাচ্ছে ব্যবসায়ীদের ব্যয়। এ ক্ষেত্রে ব্যবসাবান্ধব বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের পরামর্শ দেন তারা। সরকারের আয় বাড়াতে কর বৃদ্ধির পরিবর্তে তারা করের নেটওয়ার্ক সম্প্রসারণের তাগিদ দেন।

শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিল্প ও ব্যবসাবান্ধব সরকার। সরকার দেশীয় শিল্পের প্রসারে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি আমদানি বিকল্প দেশীয় শিল্পে কর অবকাশ পেতে সুনির্দিষ্ট প্রস্তাবনা জমা দিতে এফআইসিসিআই নেতাদের পরামর্শ দেন। প্রস্তাবনা পাওয়ার পর এ বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে বলে মন্ত্রী এফআইসিসিআই নেতাদের আশস্ত করেন।

এফআইসিসিআই নেতারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মতিঝিলে শিল্পমন্ত্রণালয়ে।

এ সময় শিল্পমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফরহাদ উদ্দিন, এফআইসিসিআইর প্রেসিডেন্ট রূপালী চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য রিয়াজ ইসলাম ও নয়ন মুখোপাধ্যায়, নির্বাহী পরিচালক জামিল ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।


(ওএস/এটি/এপ্রিল ২৩, ২০১৪)