কুষ্টিয়া প্রতিনিধি : ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম নিয়ে কুষ্টিয়ায় মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

বুধবার সকালে কুষ্টিয়ার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. জাবেদ আলী।

তিনি বলেন, ২০১৫ সালে ভোটারদের জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে স্মার্ট কার্ড দেয়া হবে। বর্তমান সরকার স্বচ্ছ ভোটার তালিকা হালনাগাদ সম্পন্ন করার জন্য বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। ভবিষ্যতে স্মার্ট কার্ড দেয়ার ফলে বিশ্বের অন্যান্য দেশের গুরুত্ব বজায় থাকবে বলে তিনি মনে করেন।

নির্বাচন কমিশনার আরো বলেন, চলমান ভোটার তালিকা নিয়ে কারো সুপারিশ থাকলে তা সানন্দে গ্রহণ করা হবে। সবাই মিলে সহযোগিতা করলে নির্ভুল ও স্বচ্ছ ভোটার তালিকা পাওয়া সম্ভব হবে।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, জেলা নির্বাচন কর্মকর্তা বজলুর রহমান প্রমুখ।
এ সময় সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

(কেকে/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)