ইন্দ্রজিৎ কুমার সাহা, কালিয়াকৈর (গাজীপুর) : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকা থেকে পিয়াস চৌধুরী (২০) নামের এক যুবককে বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুরে অস্ত্র আইনে মামলা দিয়ে পিয়াসকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করেন কালিয়াকৈর থানা পুলিশ।

জানা যায়, বুধবার (১ সেপ্টেম্বর) রাতে মৃত মকবুল হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পিয়াস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মানায় গ্রামের কাদের মিয়ার ছেলে।

এ বিষয়ে এলাকাবাসী ও পুলিশ আরও জানান, উপজেলার সফিপুর এলাকায় বুধবার রাতে পিয়াস তার বাসার রুমের ভেতরে পিস্তল লুকানোর জন্য পিস্তলের মাপে কাঁচি দিয়ে বইয়ের পাতা কাটছিল। এলাকাবাসী ওই রুমের জানালা দিয়ে এ বিষয়টি দেখে ফেলে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিয়াসকে গ্রেফতার করেন এবং একটি বইয়ের ভেতর থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী এর সত্যতা নিশ্চিত করে বলেন, পিয়াসকে বৃহস্পতিবার দুপুরে অস্ত্র আইনে মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(আই/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২১)