নাটোর প্রতিনিধি : নাটোরে বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন শীর্ষক অনলাইন ভিত্তিক (ভার্চুয়াল) ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জুম অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত এই ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, মূখ্য আলোচক হিসেবে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা সুলতান আহমেদ, পৌর পরিষদের অন্যান্য কর্মকর্তা, কাউন্সিলর, মাল্টি এ্যাক্টরস পার্টনারশীপ (ম্যাপ) এর সদস্য, সাংবাদিক সহ ৬০ জন সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অংশীদারিত্বে এবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে নাটোর পৌরসভা ম্যাপ গ্রুপ এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।

(এডিকে/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২১)