আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের সময় তিন মাদক সেবীকে মোবাইল কোর্টে দণ্ড দেওয়া হয়েছে। ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ চত্বরে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়৷ 

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সান্তাহার পৌর শহরের বর্শিপুর এলাকার মৃত: গুলবর সাকিদারের ছেলে দুলাল হোসেন (৩২), হার্ভে স্কুল এলাকার মৃত: ময়েজ উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও কলসা হলুদঘর এলাকার মৃত: আনোয়ার উদ্দিনের ছেলে মো: চুন্নু (৬০)। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন উপস্থিত ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম সকালে থেকে দুপুর পর্যন্ত সান্তাহার পৌর শহরের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান কালে তিন মাদকসেবীকে গাঁজা সেবনের সময় আটক করা হয়। পরে আটককৃতদের মোবাইল কোর্টে হাজির করা হলে বিচারক দুলাল হোসেন ও মো: চুন্নুকে ১শ টাকাসহ ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আলমগীর হোসেনকে ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

(এস/এসপি/সেপ্টেম্বর ০২, ২০২১)