পঞ্চগড় প্রতিনিধি : ২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে পঞ্চগড় হানিফ কাউন্টার এলাকা থেকে শিশুসহ ১১জন রোহিঙ্গাকে পঞ্চগড় সদর থানা পুলিশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত রোহিঙ্গা সদস্যরা হলো, ফয়জুল (৩৯), রেনুয়ারা (৩০),কবির (২১), জোবায়ের (২০), দীনু (১৫) তাহের (১১), হাবিবা (১২), কুলছুম (৯), হারেজা (৬), নজরুল (৪) ও সুমাইয়া (১)।

জানা যায়, বার্মা নিপীড়নের শিকার হওয়া এই সদস্যদের আত্মীয় স্বজন,পরিবার পরিজনরা বিগত ২০১৬ সালে বাংলাদেশে প্রবেশ করে।পরে তাদের আশ্রয় মিলে কক্সবাজার জেলার কতুপালং ল্যাদা ক্যাম্পে। অনুমান করা হচ্ছে এরা সম্ভবত কর্মের তাগিদে দেশ বা দেশের বাইরে যাবার উদ্দেশ্যে এসেছিল।

এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার অফিসার ইনর্চাজ মো.আব্দুল লতিফ মিঞা জানান, পঞ্চগড় হানিফ কাউন্টার এলাকায় সন্দেহভাজন ঘুরে ফেরা করায় সময় পঞ্চগড় থানা পুলিশ এদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে জানা যায়, তারা বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা সদস্য। তাদেরকে দ্রুত কক্সবাজার জেলার কুতুপালং ল্যাদা ক্যাম্পে ফেরত পাঠানো হবে।

(এআর/এএস/সেপ্টেম্বর ০২, ২০২১)