স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ।

খবরটি নিশ্চিত করেছেন এরশাদের একান্ত সহকারী মেজর (অব.) খালেদ।

বুধবার দুপুরে রাজধানীর বনানী পার্টি অফিসে এ সিদ্ধান্ত নেন চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ।

তিনি জানান, পার্টির নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে স্যার (এরশাদ) পার্টির ৩৯ ধারা মোতাবেক অব্যাহতি দিয়েছেন। এখন থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে তিনি জানান।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রাঙ্গা সংসদীয় কমিটির এক সভায় জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগ করার বিষয়ে এরশাদকে আগে তার বিশেষ দূতের দায়িত্ব থেকে সরে আসার জন্য মন্তব্য করেছিলেন তিনি।

অপরদিকে তাজুল ইসলাম এক গণমাধ্যমকে বলেছিলেন আগে এরশাদ পদত্যাগ করুক, তারপর আমরা পদত্যাগ করবো। তার এমন বক্তব্যের জের ধরে মঙ্গলবার নেতাদের সামনেই এরশাদ বলেছিলেন, ‘আমি ওকে দল থেকে বহিষ্কার করবো।’

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)