মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : শনিবার ৪ সেপ্টেম্বর সকালে শ্রী শ্রী গোপাল জিউর মন্দির প্রয়াত কমান্ডার গোপনাথ দাসের বাড়ির প্রঙ্গনে আসন্ন শারদীয় দূর্গোৎসব ২০২১ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মত বিনিময় সভার আয়োজন করে। 

মত বিনিময় সভায় নারায়ণগঞ্জ জেলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দীপক কুমার সাহার সভাপতিত্বে ও পূজা উদযাপন প‌রিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপনের সঞ্চালনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহানগর সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, সিদ্ধিরগঞ্জ পূজা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর, গোপিনাথ স্মৃতি সংঘ সদস্য সচিব কৃষ্ণ আচার্য, গোপিনাথ স্মৃতি সংঘ আহবায়ক সঞ্চয় কুমার দাস, দেওয়াভোগ লক্ষী নারায়ণ আখড়া সাধারণ সম্পাদিকা এড. মনিকা দেবীসহ উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা ও মহানগর সহ সকল থানার ও উপজেলার পূজা উদযাপন পরিষদের সদস্যবৃন্দরা।

সভায় উপস্থিত জেলার বিভিন্ন মন্দিরের প্রতিনিধিরা তাদের মন্দিরে পূজা উদযাপন করার সময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছেন।

পূজা উদযাপন প‌রিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন জানান, কেন্দ্রীয় ভাবে কোনো নির্দেশনা এখনো দেয়া হয় নাই তাই গত বারের নির্দেশনা মেনেই এ বছর মা দূর্গার পূজা উদযাপন করার হবে। তিনি আরো বলেন এইবার পূজা মণ্ডপে সাউন্ড বক্সে ধর্মীয় সংগীত পরিবেশন ছাড়া কোনো ডিজে গান বাজানো যাবেনা। ধর্ম যার যার রাষ্ট্র ও উৎসব সবার তাই এদেশের অনান্য ধর্মের মানুষ যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের প্রশাসনের ধরকার পরেনা। তাই তিনি জেলা উপজেলা থানা কমিটিকে অবগত করেন সবাইকে নিয়েই এবারের সার্রদীয় মহোৎসব পালন করার।

এছাড়া তিনি আরো জানান, এখন পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় ২০৮টি মন্ডপে পূজা উদযাপন করার নামের লিস্ট এসেছে আরো ৪টি মন্ডপের নাম কয়েকদিনের মধ্যে আসবে। তাই বলা যেতে পারে নারায়ণগঞ্জ জেলায় এবার ২১২ টি পূজা মণ্ডপে সার্রদীয় মহোৎসব পালন করা হবে আশা ব্যক্ত করেছেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু দীপক কুমার সাহার বলেন, পূজা মণ্ডপে যারা দেখতে যাবেনা তারা সকলে যেন স্বাস্থ্য বিধি মেনেই পূজা মণ্ডপে যায় এই আহবান জানান।

এসময় সভায় কমান্ডার গোপনাথ দাস সহ সকল প্রয়াতদের আত্মার শান্তি কামনায় ও যারা অসুস্থ রয়েছে তাদের সকলের সুস্থতা কামনায় প্রার্থনা করা হয়।

(এস/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২১)