বরিশাল প্রতিনিধি : জেলার গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক মানবজমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি এম.আলম দীর্ঘদিন থেকে কিডনী রোগে ভূগছেন। চিকিৎসকরা জানিয়েছেন জরুরী ভিত্তিতে আলমের অপারেশন করানো না হলে তাকে বাঁচানো যাবেনা। তার চিকিৎসার জন্য  আড়াই লাখ টাকার প্রয়োজন। এজন্য তিনি আর্থিক সহায়তা চাচ্ছেন।

আলম জানান, ২৫ আগস্ট কোলকাতার এ্যাপোলো ক্লিনিকের চিকিৎসক কিডনী বিশেষজ্ঞ সার্জন ডা. কৌশিক চক্রবর্তী ও ডা. অর্নিবান বালার তত্ত্বাবধানে চিকিৎসা করান। বিভিন্ন পরীক্ষা নিরিক্ষার পর চিকিৎসকেরা জানিয়েছেন তার বাম পাশের একটি কিডনী ড্যামেজ ও মূত্রনালীতে পচন দেখা দিয়েছে। তাই জরুরী ভিত্তিতে তার অপারেশন করতে বলেছেন চিকিৎসকরা ।

এজন্য আড়াই লাখ টাকার প্রয়োজন। কিন্তু এতো টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব হয়ে পরেছে। তাই তিনি দ্রুত উন্নত চিকিৎসা করাতে সমাজের মহানুভব ব্যক্তি, প্রবাসী, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের জন্য হাত পেতেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আলম, হিসাব নং-১৭৭৭, ইসলামী ব্যাংক, টরকী শাখা, গৌরনদী, বরিশাল। মুঠোফোন: ০১৭১৬-৯১৯৮৮২।

(বিএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)