গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গফরগাঁও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমল হত্যাকান্ডের ঘটনায় ২৩জন জনকে আসামী করে গফরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে নিহত ছাত্রদল নেতা কমলের মা নূরুন নাহার বেগম বাদী হয়ে ছাত্রলীগ নেতা সাহাবুল, বিপ্লব ও রাফসানসহ অজ্ঞাত আরো ২০জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত রোববার দুপুর আড়াইটার দিকে গফরগাঁও ষ্টেশন রোড দিয়ে পৌর শহরের জামতলা মোড়স্থ বাসায় যাওয়ার পথে রাজলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার এলাকায় পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইবনে আজাদ কমলকে অতর্কিতে হামলা করে রাম দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় পথচারী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, হত্যা মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

(এনএইচবি/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)