রাজন্য রুহানি, জামালপুর : কাঠমিস্ত্রি বাবা প্রতিবেশীর টিনের চালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। বাবাকে ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ছয় বছর বয়সী শিশু এনায়েতও। বাবা রুবেল মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা যান আর হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যায় শিশু এনায়েত।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের কেজাই কান্দা গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, কাঠমিস্ত্রি রুবেল মিয়া প্রতিবেশি মছর উদ্দিনের ঘরের টিনের চালে কাজ করছিলেন। হাতুড়ির আঘাতে হঠাৎ ওই চালে তার ফেটে গিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাবাকে ধরতে গিয়ে শিশু সন্তান এনায়েতও বিদ্যুৎপৃষ্ট হয়। শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৪, ২০২১)