বরগুনা প্রতিনিধি : আজ বুধবার বরগুনায় আওয়ামীলীগ মহাজোট সরকারের বিচারপতিদের অভিসংশন ক্ষমতা সাংসদের হাতে অর্পন প্রচেষ্টার প্রতিবাদে বিএনপির বরগুনা জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠীত হয়।

সকাল ১১ টায় জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সদর রোড, লঞ্চঘাটে এসে শেষ হয়।

বরগুনা জেলা কমিটির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে এক পথ সভার আয়োজন করে। পথসভায় বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, বরগুনা জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম ছগির মজনু, বরগুনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড: রেজবুল কবির, বরগুনা জেলা বিএনপির ছাত্র দলের যুগ্ম আহবায়ক মুরাদুজ্জামান টিপন, বরগুনা জেলা বিএনপির ছাত্র দলের যুগ্ম আহবায়ক আহসান হাবিব স্বপন সহ এ সময় জেলা বিএনপির সকল অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(এমএইচ/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)