স্টাফ রিপোর্টার : পানি আইন-২০১৩ কার্যকর না হওয়ার কারণে নদী দখল রোধ সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ জন্য আইনটি নতুন করে সংশোধন করা হবে বলেও জানান তিনি।

তিস্তা চুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে এসে তিস্তা চুক্তি বাস্তবায়নের বিষয়ে প্রকাশ্য জনসভায় বলেছেন। ভারত সরকার সে কথা রাখবে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে এ চুক্তি করা সম্ভব হবে।

বুধবার সচিবালয়ে জাতীয় সম্পদ পরিষদের নির্বাহী কমিটির ১৫তম সভা শেষে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নদীর সীমানা ও নদী রক্ষার জন্য উচচ আদালতের নির্দেশনা অনুযায়ী সিএস ও আর এস ক্ষতিয়ান পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, ভু-গর্বস্থ পানি নিয়ন্ত্রণ করার জন্য একটি বিধিমালা করার কথাও ভাবছে সরকার। এ জন্য কমিটি আগামী সভায় ওআরপোকে ভু-গর্বস্থ পানি ব্যবহারের একটি জরিপ প্রতিবেদন উপস্থাপনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)