স্টাফ রিপোর্টার : সংবিধানের ষোড়শ সংশোধনী বিল-২০১৪ পাসের মাধ্যমে সুপ্রীম কোর্ট আরও সমৃদ্ধ হবে, ভাবমূর্তি উজ্জ্বল হবে ও জনমনে আস্থাশীল হবে। সুপ্রীম কোর্ট ও জাতীয় সংসদ একে অপরের পরিপূরক ও সম্পূরক। যারা এ দুটিকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাতে চাচ্ছেন তারা গণতন্ত্রের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়। দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

আজ বুধবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এ সব কথা বলেন।

তিনি বলেনন সংসদে উত্থাপিত বিলটির প্রস্তাবনার বক্তব্যগুলি বাদ দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে রিপোর্ট পেশ করা হবে। রিপোর্টে সংশোধন পরবর্তী সংবিধান অনুসরণীয় আইন প্রণয়নের জন্য জোরালো সুপারিশ থাকবে।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ১০, ২০১৪)