স্টাফ রির্পোটার , ঢাকা: রাজধানী ঢাকায় বিমসটেকের (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকনোমিক কো-অপারেশন) স্থায়ী দফতর নির্মাণের বিষয়টি চূড়ান্ত হয়েছে। চলতি বছরের মে মাস থেকেই এ দফতর তাদের কার্যক্রম শুরু করবে।

 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ব্যাপারে মঙ্গলবার বিমসটেকের উচ্চ পর্যায়ের তৃতীয় সম্মেলনে একটি স্মারক স্বাক্ষরিত হবে। মিয়ানমারের রাজধানী নে পি তাই-এ সোমবার ১৪তম বিমসটেক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানান। প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ওই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন।

নে পি তাই-এ মঙ্গলবারের উচ্চ পর্যায়ের ওই সম্মেলনে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে সোমবার সকালে প্রধানমন্ত্রী সম্মেলনে যোগ দিতে মিয়ানমার পৌঁছেছেন।

প্রসঙ্গত, ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর ২০০৪ সালে ব্যাংককে বিমসটেকের প্রথম সম্মেলন ও ২০০৮ সালে নয়াদিল্লিতে দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভূটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে সংস্থাটি গঠিত।

(ওএস/এএস/মার্চ ০৩, ২০১৪)