রাজন্য রুহানি, জামালপুর : জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান রতনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও মারধরের অভিযোগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নির্যাতিত ও ভুক্তভোগী দেড় শতাধিক লোকের স্বাক্ষরিত এই স্মারকলিপি জমা দেন যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মো. সুরুজ্জামান ও বীরমুক্তিযোদ্ধা আক্তার হোসেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রানাগাছা ইউনিয়নের মৃত সুলতান আহাম্মেদ ওরফে সুলতান বদরের ছেলে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আনিসুর রহমান রতন ও তার ছেলে আল আমিন শেখর মিলে বানারেরপাড় এলাকায় জন কল্যাণ কৃষি উন্নয়ন সমবায় সমিতির নামে দাদন ব্যবসা, মাদক ও জাল টাকার কারবার, স্থানীয় লোকদের মারধর, নারী নির্যাতন, সরকারি বরাদ্দকৃত বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার নামে টাকা আত্মসাৎ, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন।

এসব কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এরই প্রেক্ষিতে রবিবার দুপুরে ওই ইউপি সদস্য ও তার ছেলের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ইউপি সদস্য ও তার ছেলে মিলে নিয়মবহির্ভূতভাবে সমিতির সদস্যদের কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও চেক নিয়ে ঋণ বিতরণ, জরিমানা আদায়, নির্যাতন, সমিতির কর্মচারীদের দিয়ে মাদক ব্যবসা ও জাল টাকার কারবার পরিচালনা করে আসছেন। এর আগেও তাদের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। এতেও তারা ক্ষান্ত হয়নি।

তাদের এই ব্যবসায় সহায়তা না করা ও ঘুষ না দেওয়ায় বিভিন্ন লোকজনকে মারধর করে পঙ্গু করে দিয়েছেন তারা। বর্তমানে পিতা-পুত্রের দাপটে এলাকাবাসী আতঙ্কে রয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ০৫, ২০২১)