হবিগঞ্জ প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিচারপতিদের অভিশংসন আইন বাতিলের দাবিতে হবিগঞ্জ জেলা বিএনপি বিক্ষোভ ও সমাবেশ করেছে। বুধবার বিকালে স্থানীয় আর ডি হল থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কলাপাতা রেস্টুরেন্টের পাদদেশে এক সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপি নেতা ও পৌর প্যানেল মেয়র আবুল হাসিমের সভাপতিত্বে ও সৈয়দ তোফায়েল ইসলাম কামালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. এনামুল হক সেলিম, মোহাম্মদ নাহিজ, ফজলুর রহমান, এডভোকেট কামরুল হাসান চৌধুরী প্রমূখ। সমাবেশে বক্তারা অনতিবিলম্বে গণবিরোধী অভিশংসন আইন বাতিল করার দাবি জানান।

এছাড়া স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক সফিউল বারী বাবুর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল বের করে। স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গণ হতে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় চৌধুরী বাজার চৌমুহনীতে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক আমিনুর রশীদ এমরানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আব্দুল আহাদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদল সভাপতি এডভোকেট কামাল উদ্দিন আহমেদ সেলিম, এম.জি মোহিত প্রমূখ। সভায় বক্তারা বলেন, অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে রাজপথেই এই সরকারের পতন নিশ্চিত করা হবে।

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৪)